অধ্যাপক হামিদুর রহমান স্কুল এন্ড কলেজ
প্রতিষ্ঠাকাল - ১৯৬৪ খ্রিঃ


  • ইতিহাস
  • ১৯৬৪ সালে শহীদ গাজী আলাউদ্দীন মাস্টারের উদ্যোগে বৃহত্তর চর এলাকাকে নিরক্ষরমুক্ত করার লক্ষ্যে ১১২ শতাংশ জমির উপর নূতন বাক্তার চর জুনিয়র স্কুল নামে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। ১৯৭২ সালের পহেলা জানুয়ারীতে প্রথম স্বীকৃতি পাওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি এক ধাপ এগিয়ে যায়। পর্যায়ক্রমে ১৯৮৫ সালে প্রতিষ্ঠানটিতে নবম শ্রেণি খোলার মাধ্যমে জুনিয়র স্কুল থেকে নূতন বাক্তার চর উচ্চ বিদ্যালয়ে রুপান্তরিত হয়। এবং ১৯৮৬ সালে সর্বপ্রথম জুনিয়র শাখা এম.পি.ও ভুক্ত হয় এবং ২০০৪ সালে মাধ্যমিক শাখা এম. পি ও ভুক্ত হওয়ার মাধ্যমে মাধ্যমিক পর্যায়ের পরিপূর্ণ শিক্ষাকার্যক্রম শুরু হয়। চর এলাকা তথা কোন্ডা ইউনিয়নের অনেক মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও উচ্চ শিক্ষা গ্রহনের জন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) না থাকায় ঢাকা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নসরুল হামিদ বিপু (এম.পি) মহোদয় কোন্ডা ইউনিয়নে একটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করনে। এ মহতী উদ্যোগে এগিয়ে আসেন তৎকালীন কোন্ডা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান ও স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতিক উল্ল্যাহ চৌধুরী সহ এলাকার শিক্ষানুরাগী ও গন্যমান্য ব্যক্তিবর্গ। সবার সর্বসম্মতিক্রমে ২০১২ সালে এম.পি মহোদয়ের ঘোষনার মাধ্যমে নূতন বাক্তার চর উচ্চ বিদ্যালয় কে নূতন বাক্তার চর স্কুল এন্ড কলেজে রপান্তরিত করা হয়।


    ২০১২ সালে পহেলা জুলাই আনুষ্ঠানিকভাবে কলেজ শাখায় পাঠদান কার্যক্রম শুরু হয়। এ পাঠদান কার্যক্রমকে স্থায়ী করনের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক ১৩/০৬/২০১৩ সালে একাদশ শ্রেণিতে পাঠদানের প্রাথমিক অনুমতি প্রাপ্ত হয়। উল্লেখ্য যে ২০১৩ সালে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কেরানীগঞ্জে এক বিশাল জনসভায় নূতন বাক্তার চর স্কুল এন্ড কলেজের নতুন ভবন নির্মান ও আই টি ল্যাবের উদ্বোধন করেন। পরবর্তীতে শিক্ষা কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে ১৯/১২/২০১৬ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কর্তৃক প্রতিষ্ঠানটির কলেজ শাখা প্রাথমিক স্বীকৃতি লাভ করে।


    কলেজ শাখাটি এম.পি.ও ভুক্ত না হওয়ায় কলেজ শাখার শিক্ষক কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছিলেন, যার কারনে শিক্ষাকার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। এ অবস্থা থেকে উত্তোরনের লক্ষ্যে ২০১৭ সালে ঢাকা-৩ আসনের সংসদ সদস্য, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ে মাননীয় প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ বিপু এম.পি. মহোদয়ের ব্যক্তিগত তহবিল থেকে প্রতি মাসে এক লক্ষ টাকা করে আর্থিক অনুদান চলমান রেখেছেন।


    ২০১৭ সালে এম.পি.ও ভুক্ত করনের লক্ষ্যে ডি.ও লেটার প্রদান করেন শিক্ষামন্ত্রী মহোদয়ের নিকট। মন্ত্রীমহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় চর এলাকার উচ্চ শিক্ষার মান সম্প্রসারনের লক্ষ্যে কলেজ শাখাটি ২০১৯ সালের পহেলা জুলাই তারিখে এম.পি.ও ভুক্ত করনের মাধ্যমে স্থায়ীভাবে উচ্চ শিক্ষার দ্বার উন্মুচিত হয়। উল্লেখ্য যে মন্ত্রীমহোদয়ের সহধর্মিনী সীমা হামিদ প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য হিসাবে অবদান রাখছেন। উক্ত এম.পি ও ভুক্ত করনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন গভর্ণিং বডির সম্মানীত সভাপতি, জনাব শাহীন আহমেদ, (উপজেলা চেয়ারম্যান, কেরানীগঞ্জ)। প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের করে মাননীয় মন্ত্রী মহোদয়ের পিতার নামে নাম করণের জন্য শিক্ষা মন্ত্রণা লয়ের বিধি মোতাবেক ১৫০০০০০/=( পনেরো লক্ষ) টাকার এফ.ডি.আর করেন সভাপতি মহোদয়। প্রতিষ্ঠানের সার্বক্ষণিক দেখাশোনা করেন ও শিক্ষার মান উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছেন, কোন্ডা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও আজীবন দাতা সদস্য জনাব সাইদুর রহমান চৌধুরী (ফারুক)।


    চর এলাকার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে চর এলাকাকে উপহার হিসাবে মন্ত্রীমহোদয়ের পিতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গ বন্ধুর সহযোদ্ধা, বিশিষ্ঠ শিক্ষাবিদ সর্বজন শ্রদ্বেয় রাজনীতিবিদ বাংলাদেশ আওয়ামীলীগের তৎকালীন কোষাধ্যক্ষ অধ্যাপক হামিদুর রহমান যিনি ১৯৭০ সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদের ন্যাশনাল এসেম্বলির সদস্য নির্বাচিত হন। তাঁর 'নামানুসারে অধ্যাপক হামিদুর রহমান স্কুল এন্ড কলেজ নামে নামকরন করা হয়।


    শিক্ষামন্ত্রানালয়ের গত ২৬/০৮/২০২১ তারিখে নতুন নাম অনুমোদন করেন এবং গত ২১/০৯/২০২১ তারিখে শিক্ষাবোর্ড চূড়ান্ত অনুমোদন প্রদান করেন। নতুন নাম করনে অত্র এলাকার আনন্দের সুবাতাস বয়ে যায় ও উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। প্রতিষ্ঠানে ধারাবাহিক অগ্রগতির অংশ হিসাবে মন্ত্রীমহোদয় নিজ উদ্যোগে ভবন নির্মান ও প্রতিষ্ঠানের পাশে অবস্থিত ৫ শতাংশ জমি ক্রয় করে প্রতিষ্ঠানকে দান করেন এবং ৩ একর (প্রায়) নিচু জমি অধিগ্রহন করে ড্রেজিং করে ভরাট করে প্রতিষ্ঠানকে প্রদান করেন। আধুনিক ও ডিজিটাল কেরানীগঞ্জ গড়ার লক্ষ্যে শিক্ষা বিস্তারে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেন। সেই ধারাবাহিকতায় "পড়া পাড়া" প্রকল্পটি বাস্তবায়নাধীন।


    • প্রতিমন্ত্রীর বার্তা
  • নসরুল হামিদ বিপু
    বিস্তারিত...
    • চেয়ারম্যানের বার্তা
  • সাইদুর রহমান ফারুক
    বিস্তারিত...
    • সভাপতির বার্তা
  • শাহীন আহমেদ
    বিস্তারিত...
    • অধ্যক্ষের বার্তা
  • হাজী মোঃ আবুল কালাম (আজাদ)
    বিস্তারিত...
    • উপাধ্যক্ষের বার্তা
  • উপাধ্যক্ষর নাম
    বিস্তারিত...
    • গুগল ম্যাপ
    • অফিসিয়াল ফ্যান পেইজ
    • জরুরী হটলাইন

    • জাতীয় সংগীত
    কপিরাইট © 2024 অধ্যাপক হামিদুর রহমান স্কুল এন্ড কলেজ সমস্ত অধিকার সংরক্ষিত.
    ডেভেলপ করেছে  স্কিল বেসড আইটি