অধ্যাপক হামিদুর রহমান স্কুল এন্ড কলেজ
প্রতিষ্ঠাকাল - ১৯৬৪ খ্রিঃ


  • প্রধান শিক্ষকের বার্তা


  •                                                      বাণী 

    ১৯৬৪ খ্রি. প্রতিষ্ঠিত ঔতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি প্রাথমিক স্তর থেকে শুরু হয়ে  নিম্ন মাধ্যমিক ,মাধ্যমিক এবং বর্তমানে কলেজ পর্যায়ে  উন্নীত হয়েছে। কালের ধারাবাহিকতায় এর অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। গত ০৭/০৪/২০১৯ খ্রি. প্রতিষ্ঠান প্রধান হিসাবে যোগদান করি এর পর কলেজ শাখা এম পি ও ভুক্ত হয় সেই সাথে প্রভাষক বৃন্দ ও এম পি ও ভুক্ত হন। শিক্ষক, অভিভাবক এবং  স্থানীয় বিশেষ ব্যাক্তিদের সহযোগিতায়  অবকাঠামোর দিক থেকে একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। শিক্ষকবৃন্দ আরো সচেতন হলে অভিভাবক এবং এলাকাবাশী এগিয়ে এলে  শিক্ষা দান- গ্রহন এবং শিক্ষার সার্বিক মান আরো উন্নত হয়ে  প্রতিষ্ঠানটি কেরানীগঞ্জ তথা বাংলাদেশের একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে  উন্নীত হতে পারবে বলে আমি বিশ্বাস করি। অনিয়ম, বাধা এবং নানাবিধ প্রতিকুলতা অতিক্রম করে প্রতিষ্ঠানটি দ্রুত একটি লেভেলে পৌছুক এই প্রত্যাশা করি। মহান প্রতিষ্ঠাতা শহীদ গাজী আলাউদ্দিন মাস্টার সাহেবের রুহের মাগফেরাত  কামনা করছি।

    অধ্যক্ষ

    হাজী মোঃ আবুল কালাম( আজাদ)

    এম এ (ইংরেজি) এম এড(গবেষনা)

     ফোন-০১৯১২৮২৮৩৫৬



    • সভাপতির বার্তা
  • মেজর মোহাম্মাদ আখতার হোসেন (অবঃ), পিএইচ,ডি, এমএসসি, এমডিএস, এমবিএ, পিএসসি, জি+
    বিস্তারিত...
    • গুগল ম্যাপ
    • অফিসিয়াল ফ্যান পেইজ
    • জরুরী হটলাইন

    • জাতীয় সংগীত
    কপিরাইট © 2025 অধ্যাপক হামিদুর রহমান স্কুল এন্ড কলেজ সমস্ত অধিকার সংরক্ষিত.
    ডেভেলপ করেছে  স্কিল বেসড আইটি