- সভাপতির বার্তা

আসসালামুয়ালাইকুম।
আমি অধ্যাপক হামিদুর রহমান স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে সবাইকে আন্তরীক শুভেচ্ছা জানাই। আজ থেকে প্রায় ৪৮ বছর পূর্বে অত্র প্রতিষ্ঠানটিই ছিলো আমার নিজের শিক্ষাক্রমের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। তখন অত্র প্রতিষ্ঠানটি ছিলো মাত্র জুনিয়র হাইস্কুল। সেই ছোট প্রতিষ্ঠানটি সময়ের স্রোতে সবার আন্তরীক প্রচেষ্ঠায় আজ একটি পুর্নাজ্ঞ কলেজে রুপান্তরীত হয়েছে। রাজধানীর অতীব সন্নিকটে অবস্থান করেও অত্র প্রতিষ্ঠানটি বিভিন্ন কারনে এবং সঠিক অভিভাবকত্তের অভাবে অনেক সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো দেশের একটি উজ্জ্বল শিক্ষাপীঠ হিসাবে আবির্ভূত হতে পারেনি। ফলে এতো সম্ভাবনা থাকা সত্তেও এলাকার বহু মেধাবী ছাত্র/ছাত্রীগন নিজের এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনা না করে পার্শবর্তী কিংবা বহু দূরে অধ্যায়নের নিমিত্তে মাইগ্রেট করেছেন। এটা অবশ্যই অত্র এলাকার জন্য খুব বেশী একটা সুনাম বয়ে আনে নাই। পরীক্ষার ফলাফল, অন্যান্য কারিকুলাম ইত্যাদি বিষয়ে আমরা তেমন আশারুপ ফলাফল অর্জন করতে পারিনি।
এবার আমরা এলাকার সবাই সম্মিলিতভাবে এমনভাবে প্রচেষ্ঠা করতে চাই যাতে, কলেজের মূল উদ্দেশ্য, মিশন, ভীশন শতভাগ অর্জনে সক্ষম হই। আমাদের এই চর এলাকাটি শিক্ষার দিক দিয়ে অন্য যে কোনো জেলা, উপজেলা থেকে বহুলাংশে পিছিয়ে আছে বিধায় এবার আমরা সম্মিলিত প্রচেষ্ঠায় প্রতিটি ছাত্র/ছাত্রিদেরকে সর্বদিক দিয়ে তাদেরকে অন্যান্য জেলা/উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানের মত উচ্চমানের শিক্ষায় শিক্ষিত করতে পারি, এই মিশনে ব্রত হয়েছি।
আমাদের এই মিশন এবং উদ্দেশ্য সার্থক করার নিমিত্তে আমি সমস্ত ছাত্র/ছাত্রী, শিক্ষক/শিক্ষিকা, পিতামাতা/অভিভাবক এবং স্থানীয় জনসাধারনের সর্বাত্তক সহযোগীতা কামনা করছি।
ইনশাল্লাহ আমরা পারবো এবং সার্থক হবোই।
আবারো সবাইকে সালাম এবং শুভেচ্ছা।
মেজর মোহাম্মাদ আখতার হোসেন (অবঃ), পিএইচডি, এমএসসি, এমডিএস, এমবিএ, পিএসসি, জি+
চেয়ারম্যান
গভর্নিং বডি
- প্রধান শিক্ষকের বার্তা

বিস্তারিত...
- গুরুত্বপূর্ণ লিংক
- গুগল ম্যাপ
- অফিসিয়াল ফ্যান পেইজ
- জাতীয় সংগীত